সোমবার সাতসকালে রাজ্যের চার জেলার ২২টি স্থান সহ নদীয়ার কল্যাণীতে একযোগে ইডির হানা। বালি পাচার মামলার তদন্তে নামা কেন্দ্রীয় এই সংস্থার নজরে রয়েছে নদীয়ার কল্যাণীও। কল্যাণী বিধানসভার অন্তর্গত A8/462 ঠিকানায় বসবাসকারী ধীমান চক্রবর্তীর বাড়ীতে সকাল ৭ টা নাগাদ অভিযান চালায় ইডি-র একটি টিম। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। জানা যায় ধীমান চক্রবর্তী কলকাতার সল্টলেক সেক্টর-V- এ অবস্থিত জিডি মাইনিং অফিসে পরিচালক পদে কর্মরত। বিস্তারিতভাবে