প্রকাশ্যে গাঁজা খেতে দেখে যুবকদের তাড়া করল বিধায়ক। ব্যান্ডেল মোরের একটি আবাসনের বাসিন্দারা বিধায়কের কাছে তাদের সমস্যার কথা জানিয়েছিলেন। এরপরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সোমবার রাতে ওই এলাকায় পৌঁছান। গাড়ি থেকে নামতেই দেখেন প্রকাশ্যে কয়েকজন যুবক গাজা খাচ্ছে। এরপরেই বিধায়ক ঐ দিকে এগোতেই যুবকরা বেগতিক বুঝে সেখান থেকে চম্পট দেয়। যুবকদের পিছনে বেশ কিছুটা তাড়া করেন বিধায়ক।