শুক্রবার তুফানগঞ্জ দুই ব্লকের চর ভানুকুমারী প্রাথমিক বিদ্যালয়ে তিথিভোজনের আয়োজন করে স্কুলের শিক্ষকরা। স্কুলের সহকারী শিক্ষক তার দুই জমজ মেয়ের জন্মদিন উপলক্ষে তিথিভোজনের আয়োজন করেন। এই উপলক্ষে এদিন স্কুলের ১৩০ জন পড়ুয়াকে ভাত , ডাল, পাপড়, মাংস, কেক খাইয়েছেন। এই তিথি ভোজন খাদ্য নিরাপত্তা আইন 2013 সাল অনুযায়ী নির্দেশিত রয়েছে।