বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য এক বিশেষ ধরনের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয় বিশালগড়ে। রবিবার সকালে বিশালগড় মধ্য লক্ষীবিল স্থিত সত্য কর্মকারের বাড়িতে "সানরাইজ" নামে এই বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব অমল দেবনাথ, বিশিষ্ট সাংবাদিক গৌতম ঘোষ, সানরাইজ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক অনিকেত চৌধুরী। মূলত বিশেষ ভাবে সক্ষম শিশুদের প্রযুক্তিগত এবং বিজ্ঞান সম্মত উপায়ে প্রশিক্ষন।