নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি বাইক ঘটনায় দুই বাইক আরোহী গুরুতর জখম হয়েছে। ঘটনা বলরামপুর বরাবাজার চার নং রাজ্য সড়কের কৃষক বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।জখমদের নাম শ্রীমন্ত মালাকার এবং বাসুদেব মালাকার তাদের বাড়ি বলরামপুর থানার জুরাডি গ্রামে।