Mathurapur 2, South Twenty Four Parganas | Sep 2, 2025
গতকাল অর্থাৎ সোমবার রাত আটটা নাগাদ পুলিশ দিবস উপলক্ষে সুন্দরবন জেলা পুলিশের নির্দেশে রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জির তত্ত্বাবধনে রায়দিঘি থানার সকল সিভিক ভলেন্টিয়ারদের ব্যাচ ও মেমান্টো দিয়ে সম্বর্ধনা জানানো হয়, সিভিক রা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বজায় রাখা নিত্যদিনের নানা কাজে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তারা, বিশেষত উৎসব অনুষ্ঠান কিংবা জরুরি পরিস্থিতিতে সিভিকদের ভূমিকা অপরিসীম' তাই তাদের এই অবদানের স্বীকৃতি স্ব