বীরভূমের রামপুরহাটে ফের আলোড়ন ছড়াল এক গৃহ শিক্ষকের কর্মকাণ্ডে, গৃহ শিক্ষকের বিরুদ্ধে শীলতা হানীর অভিযোগ। অভিযোগ উঠেছে, এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে এবং অশ্লীলভাবে স্পর্শ করার চেষ্টা করছিলেন এলাকার গৃহ শিক্ষক অভিজিৎ পাল। তিনি পেশায় পার্ট টাইম শিক্ষকতা করেন একটি সরকারি স্কুলে, পাশাপাশি বাড়িতে গিয়ে টিউশন পরাতেন।