আজ ২৬ শে আগস্ট আনুমানিক বিকেল ৫ টা নাগাদ দুবরাজপুরের চিনপাইতে সিপিআইএমের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সদাইপুর থানা এলাকায় পরপর চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন তা রোধে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর প্রতিবাদেই আজকের কর্মসূচি। সিপিআইএম নেতৃত্ব পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান।