প্রায় তিন মাস আগে লাভপুর থানা এলাকার নতুনপাড়া গ্রামের বাসিন্দা সুরেশ কিসকু নামে এক ব্যক্তি তাঁরা টোটোটি হারিয়ে ফেলেন। আর তারপরেই ঘটনার কথা লাভপুর থানার পুলিশ আধিকারিক দের জানালে পুলিশ লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। পরে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে ওই টোটো টি গতকাল উদ্ধার করার পর আজ সন্ধ্যায় সেই টোটো মালিক কে ডেকে টোটো টি ফিরিয়ে দিলো পুলিশ। তবে কোথা থেকে টোটোটি উদ্ধার করা হয়েছে সে বিষয়ে অবশ্য পুলিশ আধিকারিক রা গোপন রেখেছেন।