করমপুজো উপলক্ষে একদিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের শিববাড়িতে। ডুয়ার্স কমিউনিটি ডেভলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ৮টি মহিলা ফুটবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনালে মাঠে নামে রাজাভাতখাওয়া গার্লস ফুটবল অ্যাকাডেমি ও রায়ডাক এফসি। রায়ডাক এফসিকে ১-০গোলে হারায় রাজাভাতখাওয়া গার্লস ফুটবল অ্যাকাডেমি। চ্যাম্পিয়ন ও রানার্স উভয় দলের হাতেই ট্রফি তুলে দেওয়া হয়েছে।