প্রসঙ্গত গত ২৫ শে আগস্ট কৃষ্ণনগর মানিকপাড়া এলাকায় ঘরের মধ্যে ঢুকে গুলি করে খুন করা হয় এক ছাত্রীকে।ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিং পলাতক থাকার পর ভিন রাজ্য থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসে কোতোয়ালি থানায়।এরপর সাত দিনের পুলিশ হেফাজতে নেয় তদন্তকারীরা।পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে আরো জানা যায় খুনের পর আগ্নেয়াস্ত্রটি ফেলে পালিয়ে যায় দেশরাজ।