পূজোর প্রাক্কালে পথ দুর্ঘটনায় এক মটর বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আনন্দের মধ্য নিরানন্দ হয়ে আহত হয়। এরপর ওই আহত মোটরবাইক আরোহীকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে আহত মোটরবাইক আরোহীর নাম পরিমল কর্মকার। বয়স ২০,বাড়ি গাজোলের মাতইল গ্রাম এলাকায়। দূর্ঘটনাটি ঘটে রসিকপুর ৮১ নং জাতীয় সড়ক এলাকায় ।সোমবার সকাল ৭ টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবক মোটর বাইক নিয়ে নিজে নিজ