গাঠিয়া চাবাগানের পর এবার নাগরাকাটার হোপ চাবাগান থেকে কাজ করে পিক আপ ভ্যানে করে বিভিন্ন চাবাগানের শ্রমিকরা বাড়ি ফেরার পথে নাগরাকাটার টিআরে বস্তির কাছে একটি বাইককে বাচাতে গিয়ে গাছে ধাক্কা মারল। এঘটনায় গাড়িতে থাকা ৩৫ জন শ্রমিক আহত হয়েছে। রাত আটটা নাগাদ ৩৫ জনকেই মালসুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। গাঠিয়া চাবাগানে পিক আপ ভ্যান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পর ফের এদিনের এই ঘটনায় চাবাগানের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে।