পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের সহযোগিতা নিয়ে কোচবিহার জেলার একাধিক এলাকার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ২০টি টিয়া পাখি উদ্ধার করল কোচবিহার বনদপ্তর।সোমবার দুপুর ২টা নাগাদ হরিণচওড়া, ডোডেয়ার হাট, বনচুকামারি, উত্তর খাগড়াবাড়ি, সিদ্ধেশ্বরী ও বানেশ্বর এলাকায় একাধিক বাড়ি থেকে মোট ২০টি টিয়াপাখি বাজেয়াপ্ত করা হয়। পাখিগুলির স্বাস্থ্যপরীক্ষার পর তাদের স্বাভাবিক পরিবেশে মুক্ত করার পরিকল্পনা রয়েছে বন দপ্তরের।