পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও রঘুনাথপুর থানার পরিচালনায় চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রঘুনাথপুর ব্লক কমিউনিটি হলে।সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন ধরেই এই শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে রঘুনাথপুর, পাড়া,নিতুড়িয়া ও আদ্রা থানা এলাকার প্রায় পাঁচ শতাধিক রোগী শিবিরে উপস্থিত হয়েছিলেন। শিবিরের ফিতা কেটে উদ্বোধন করেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।উপস্থিত ছিলেন রঘুনাথপুরের SDPO রোহেদ শেখ, রঘুনাথপুর থানার আই সি সহ অন্যান্যরা।