চোরদের দাপটে বাজার পর্যন্ত দখল করে রেখেছে চোর চক্র। বাজারের ভিড়ের মধ্যেই ক্রেতাদের মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিচ্ছে চোরের দল। শুক্রবার রাতে উষা বাজারের বিন পাড়ার চম্পা ভৌমিক বাজার করেবাড়ি যাবার সময় তার হাত থেকে মোবাইল চুরি করে নিয়ে যায় এক চোর সাথে সাথে চিৎকার চেঁচামেচি করলে বাজারের লোকজন চোরকে আটক করতে সক্ষম হয়।