দীর্ঘদিন ধরে জলযন্ত্রণায় ভুগছিলেন গ্রামবাসী। কখনো হাঁটু জল তো আবার কখনো একটু বৃষ্টি পড়লেই কাদা হয়ে বেহাল হয়ে পড়তো রাস্তা।তাই এবারে জলযন্ত্রণা এবং বেহাল রাস্তা থেকে মুক্তি দিতে প্রায় ৯ লক্ষ টাকা ব্যায়ে নতুন নিকাশি নালার কাজের সূচনা করা হলো মালদা জেলা পরিষদের উদ্যোগে। মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের লালাপুর গ্রামে দীর্ঘ প্রায় ২০০ মিটার নিকাশি নালার সূচনা করা।