এবার দুটি এসি লোকাল নিয়ে নয়া সিদ্ধান্ত নিলো পূর্ব রেল। আজ সন্ধ্যে সাতটা নাগাদ রেল সূত্রে খবর অনুযায়ী, শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের রুটে বেলঘড়িয়া এবং শ্যামনগর স্টেশনে ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল রুটে আরও পাঁচটি স্টেশনকে যুক্ত করা হবে। যেখানে ট্রেন এসে থামবে। সংশ্লিষ্ট স্টেশনগুলি হল, চাঁদপাড়া, মছলন্দপুর অশোকনগর, বিরা এবং বিরাটি।