কৌশিকী অমাবস্যার বিশেষ রাতে ভক্তদের জন্য সারা রাত খোলা থাকছে তারাপীঠের মা তারা মন্দির। হাজার হাজার ভক্তের ঢল সামলাতে পুলিশ প্রশাসন জোরদার করেছে নিরাপত্তা। সন্ধ্যায় মাকে সাজানো হয় ঐতিহ্যবাহী শোলার ডাকের সাজে। সন্ধ্যা সাড়ে ছ’টায় শুরু হয় মঙ্গল আরতি। আরতির পর ভক্তদের নিবেদন করা হয় শীতল ভোগ—খই, মুড়কি, বাতাসা, লুচি ও মিষ্টি। রাত দশটার পর বিশেষ পূজা অনুষ্ঠিত হয় মন্দিরে। মধ্যরাতে মাকে নিবেদন করা হবে বিশেষ ভোগ—খিচুড়ি, পাঁঠার মাংস।