This browser does not support the video element.
বালি-জগাছা: নবান্নে এলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা
Bally Jagachha, Howrah | Sep 12, 2025
এরাজ্যে বঞ্চিত চাকরী প্রার্থীদের একটা বারুদের স্তূপ তৈরী হচ্ছে।যেদিন বিস্ফোরণ হবে সেটা নেপালের থেকেও ভয়াবহ হবে।কারন দেওয়ালে পিঠ ঠেকে গেছে।পরিবার অসহায়।ঘরে ঘরে শিক্ষিত প্রজন্মরা চোখের জল ফেলছে।এবার জন বিস্ফোরণ হবে।আজ এমনই মন্তব্য করলেন রাজ্য গ্রূপ ডি ঐক্য মঞ্চের প্রতিনিধি আশীষ খামরুই।আজ এই মঞ্চের চারজন প্রতিনিধি নবান্নতে আসেন।দেখা করেন প্রিন্সিপাল সেক্রেটারির সাথে।আলোচনা হয় তাদের দাবী নিয়ে।দেওয়া হয় ডেপুটেশন।