সোমবার রাতে সোনামুড়া থানার পুলিশ এবং ৮১ নং বি এস এফ মিলে ২ জন ড্রাগ প্যাডলার কে আটক করেছে এবং উনাদের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ১০০টি এস্কুফ সিরাপ দুটি সাদা বস্তায় এবং ৬০০ গ্রাম ইয়াবা টেবলেট একটি বান্ডেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এগুলি তারা বাংলাদেশ এ পাঠাবেন।