পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা দু নম্বর ব্লকের পানিপারুল থেকে গ্রেপ্তার সাতজনের একটি ডাকাত দল পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় পানিপারুল কমিউনিটির সংলগ্ন এলাকা থেকে তাদের ডেরায় হানা দিয়ে গ্রেপ্তার করা হয়।পানিপারুল এলাকায় পেট্রোল পাম্পের ডাকাতি করার সব কোষে ছিল তারা তাদের কাছ থেকে তালা ভাঙ্গা বিভিন্ন সরঞ্জাম সব বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে | পুলিশ তারা পশ্চিম বর্ধমানে জামুরিয়া ও ঝাড়খন্ড থেকে এসেছিল ডাকাতি করতে |