সামনে বিশ্বকর্ম পুজো তাই বিভিন্ন জায়গা প্রস্তুতি তুঙ্গে প্রতিমা শিল্পীদের আর হাতে গোনা কদিন ৩১শে ভাদ্র বুধবার পুজো। এই পুজো হয় একি দিনে সব বসর ভাদ্র মাসে শেষে সংকান্তি তে। আগে কম পুজো হত এখন বাড়িতে বাড়িতে এই পুজো হয়ে থাকে কেউ করেন মূর্তি আবার কেউ করেন ঘট প্রত্যেক দোকানে বিশ্ব কর্মা পুজো হয় এছাড়া যাদের বাড়িতে মেশিন বিভিন্ন যন্ত্র থাকে অথবা বিভিন্ন জায়গা।