পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগ হবিবপুরের উদ্যোগে এবং হবিবপুর পঞ্চায়েত সমিতি সহযোগিতায় শুক্রবার দুপুর তিনটা নাগাদ হবিবপুর ব্লক প্রাঙ্গণে বিভাগীয় পাইলট স্কিম ইমপ্রুভমেন্ট অফ লাইভলিহুড অফ এস এইচ জি ওমেন থ্রো শিপ রিয়ারিং ২০২৫-২৬ প্রকল্পের অধীনে ২জন মহিলা উপভোক্তাকে ৫টি করে ভেড়া প্রদান করা হয়,পাঁচটির মধ্যে চারটি স্ত্রী ভেড়া এবং একটি পুরুষ ভেড়া। ভেড়াগুলো ইন্সুরেন্স এর আওতায় আনা হয়েছে।