পুকুরের জল থেকে আইসিডিএস কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার কেন্দা থানার জ্যোতিয়াট্যাড় গ্রামে। মৃতার নাম অষ্টমী টুডু (৬২)। আজ সকালবেলা মানুষজন গ্রামেরই ঠুপু গড়িয়া নামক একটি পুকুরের জলে অষ্টমী দেবীকে ভাসতে দেখেন। তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে কেন্দা থানার পুলিশ।