আগামী ১৩ তারিখ ধর্মনগরের জনসভাকে সুন্ধর ও সাফল্য মন্ডিত করার লক্ষে যুবরাজনগর মন্ডলের অন্তর্গত হাফলং গ্রাম পঞ্চায়েতের ২০নং বুথের সকল কার্যকর্তাকে নিয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বুথ এলাকায়। উপস্থিত ছিলেন মন্ডল সহসভাপতি শিলু নাথ মহোদয়া, মন্ডল সম্পাদক সঞ্জু নাথ, শক্তিকেন্দ্রের প্রমুখ ও অন্যান্যরা।