দুবরাজপুর ব্লকের বুথভিত্তিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। বুধবার বালিজুড়ি অঞ্চলের কুখুঁটিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচি পরিদর্শন করেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার রফিউল হোসেন খান, বীরভূম জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের সমস্যা, দাবি ও পরামর্শ গ্রহণ করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।