মঙ্গলবার চাপড়া থানার অন্তর্গত ডোমপুকুর জুনিয়ার হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, চাপড়া বিধানসভার বিধায়ক রূকবানুর রহমান, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তরানুম সুলতানা মীর সহ আরো অন্যান্যরা।