প্রচন্ড ভ্যাপসা গরমের মধ্যে পানীয় জলের অভাব।সেই কারনে রাস্তায় দড়ি বেঁধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মানবাজার শহরের রনাপাড়া এলাকার বাসিন্দারা।বুধবার সকাল সাড়ে দশটা থেকে মানবাজার বরাবাজার রাজ্য সড়ক অবরোধ করে মহিলারা।তাঁদের দাবি এলাকায় প্রায় ৭০ থেকে ৮০ টি পরিবার রয়েছে, কিন্তু টাইমকলের জল ঠিকমতো পাওয়া যায় না। গত কয়েকদিন ধরে জলেই পড়েনি কলে।জল কষ্টের জন্যই পথ অবরোধ। এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ।