উত্তরে দুর্যোগ, নবমীতে বৃষ্টির ছায়া হাওয়া অফিসের পূর্বাভাস মতোই জলপাইগুড়ি জুড়ে নামল অকাল অন্ধকার। নবমীর সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। সকাল থেকে শুরু হয় ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টি। দুপুর অবধি জলপাইগুড়ি শহরসহ শিলিগুড়ি মোড়, কোতওয়ালি, বেলাকোবা, ময়নাগুড়ি, ধূপগুড়ি— সর্বত্রই বৃষ্টির দাপট। শহরের একাধিক পূজামণ্ডপে পানিও জমে যায়। তবুও ভক্তরা ছাতা মাথায় বা ভিজে গিয়েই পূজো অঞ্জলিতে শামিল হন। এদিকে পূজা উদ্যোক্তাদের ভ্রুকুটি বেড়েছে। কার