পূর্ব মেদিনীপুর জেলা মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহম্মদপুর পাকাপুল সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা BJP সমর্থক তথা স্থানীয় দুই ব্যবসায়ীর কাছে তোলা চাইলে দোকান রা দিতে অস্বীকার করে। তখন তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয়ে তাদের দোকান ভাঙচুর করে লুটপাট করে বলে BJP অভিযোগ। আজ তারই প্রতিবাদে মহম্মদপুরে বিক্ষোভ মিছিল করলো BJP উপস্থিত ছিলেন BJP তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল,জেলা কমিটির সদস্য গৌতম দাস,মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া,মন্ডলের স