গভীর রাতে উল্টে গেল যাত্রীবাহী ট্রেকার, বিকট আওয়াজে ঘুম ভাঙলো গ্রামবাসীর গভীর রাতে হরিহরপাড়া থানার অন্তর্গত মধ্য স্বরূপপুরে এক রাস্তার ধারের নয়নজলিতে আচমকাই উল্টে গেল একটি যাত্রীবাহী ট্রেকার। তবে সৌভাগ্যবশত ট্রেকারটিতে সে সময় কোনও যাত্রী ছিল না, ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে। শনিবার সকালে স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের বাসিন্দাদের। ছুটে এসে দেখা যায়, রাস্তার ধারে একটি নয়ন জলিতে উল্টে রয়েছে যাত্রীবাহী ট্রেকারটি