গোসোবা ব্লকের রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের পাখিরালয়ে হোটেলের মধ্যে এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে বুধবার ভোর রাতে। মৃত পর্যটকের নাম কেদার নাথ দাস বয়স ৫৫ বছর।বাড়ি উত্তর দিনাজপুরের করণদিঘি এলাকায়। পুলিশ সূত্রে খবর গত রবিবার কেদার নাথ দাস নামে এক পর্যটক তাঁর স্ত্রীকে নিয়ে সুন্দরবনে ঘুরতে আসেন। মঙ্গলবার রাতে পাখিরালয়তে মৈনাগ নামে একটি হোটেলে রাত্রি যাপন করা কালীন বুধবার ভোর রাতে হটাৎ অসুস্থ হয়ে পড়েন কেদার নাথ দাস ।