রবিবার আনুমানিক রাত্রি সাড়ে এগারোটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বিশিন্দায় মা নাচন চন্ডী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির দূর্গোপূজোর পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন করা হল। উপস্থিত বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরুপ খাঁ, জেলা INTTUC সভাপতি রথীন ব্যানার্জি, প্রাক্তন বিধায়ক স্বপন বাউরী, গঙ্গাজলঘাটি ব্লক 2 তৃণমূলের সভাপতি জিতেন গরাই সহ পুজো কমিটির সদস্যরা ও এলাকার বিশিষ্ট জনেরা।