হাওড়ার আমতা থানার পুলিশ চুরির রহস্যভেদ ও ল্যাপটপ উদ্ধার করল। গত ১৯শে জুন ২০২৫ আমতা থানা অন্তর্গত সিরাজবাটি এলাকার একটি কারখানা থেকে একটি ল্যাপটপ চুরি যায় কারখানার গেটের তালা ভেঙে এই ঘটনায় আমতা থানায় অভিযোগ দায়ের করা হয় কুড়ি জুন। আমতা থানার পুলিশ তদন্তে নেমে চন্দননগর এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার করে ল্যাপটপ ও ল্যাপটপের ব্যাগটি শনিবার উলুবেরিয়া আদালতে তাদের পেশ করে এবং মহামান্য বিচারপতি আনুমানিক চারটে ৪০ নাগাদ দু