ভগবানগোলা থানার অন্তর্গত লিয়াকত নগর গ্রামে রাজ্য সড়কে মঙ্গলবার সকাল প্রায় ৮টা নাগাদ ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুধ বহনকারী একটি ৪০৭ হাই-পিকআপ গাড়ি স্কুটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে স্কুটিতে থাকা এক মহিলা ও এক পুরুষ গুরুতর জখম হন। আহতদের মধ্যে একজনের নাম তারিকুল শেখ (৪০), পিতা আলিমুদ্দিন শেখ এবং অপরজন তাঁর বোন মমতা বিবি (৩০), পিতা আলিমুদ্দিন শেখ। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে কানাপুকুর গ্রামীণ হা