নামকরা একটি কোম্পানির নকল রং বিক্রির অভিযোগ। দিল্লি থেকে আশা কোম্পানির লোক, তাঁদের আইনজীবী, DEB ও নাদন ঘাট থানা পুলিশের যৌথ উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় একটি রঙের দোকানে অভিযান চালিয়ে, কয়েকশ লিটার রংয়ের বালতি আটক করল পুলিশ। সেগুলি আদপে নকল রং কিনা সেগুলিও পরীক্ষা করে দেখা হবে। উদ্ধার হওয়া রং গুলিকে এদিন রাত সাড়ে আটটা নাগাদ রংগুলিকে ছোট হাতি গাড়ি করে নাদনঘাট থানায় নিয়ে আসে পুলিশ।