Faridpur Durgapur, Paschim Bardhaman | Aug 24, 2025
দুর্গাপুরের ইস্পাত নগরীর রাস্তা বেহাল। ৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ এভিনিউ, হর্ষবর্ধন এভিনিউ সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার হাল বেহাল। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, অথচ কর্তৃপক্ষ নির্বিকার বলে অভিযোগ।একাধিকবার অভিযোগ জানিয়েও কোন সাড়া মেলেনি তাই রবিবার দুপুর দেড়টায় নেমে পড়লেন পথে। নেতৃত্বে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগ। পথ চলতি মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ চলছে জোরকদমে। পল্লব নাগের আক্রমণ, “রাস্তা বানালেও তিন–চার মাসের মধ্যে ভেঙে পড়ে।