শামুকতলার বিভিন্ন পূজা প্যান্ডেলে মহিলারা দুর্গা মাকে বিদায় জানাবার জন্য সিঁদুর পড়ানো শুরু করেছেন এমনটাই দেখা গেল বৃহস্পতিবার বেলা দুইটা নাগাদ শামুকতলা আলিপুরদুয়ার রাজ্য সড়কের পাশে মিলন সংঘ ক্লাবের পুজো প্যান্ডেলে। দুর্গাকে সিঁদুর পরানোর পাশাপাশি সিঁদুর খেলায় মেতে উঠেছেন মহিলারা। একে অপরের গালে সিঁদুর মেখে দিচ্ছিল সঙ্গে মিষ্টিমুখ করাচ্ছেন একে অপরকে। আজ বিজয়া দশমী দূর্গা মাকে বিদায় জানানোর পালা তাই সকাল থেকে প্যান্ডেলে প্যান্ডেলে মহিলাদের লাইন ।