সোমবারের পর মঙ্গলবার সকাল থেকে স্পিড বোট নিয়ে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়া বৈষ্ণব ভক্ত কিশোর জয় সরকার ওরফে জগন্নাথ দাসের(১৬) খোঁজ পেতে ভাগীরথী নদীতে তল্লাশি অভিযান শুরু করে জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা,উল্লেখ থাকে গত রবিবার বিকেলে আদতে কোচবিহারের দিনহাটার বাসিন্দা নবদ্বীপের অন্যতম স্নানের ঘাট রানীর ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় ওই কিশোর,জানা যায় কিশোর বর্তমানে নবদ্বীপের পীরতলা রাধা ব্রজ মোহন কুঞ্জ আশ্রমে বসবাস করত।