Mathurapur 2, South Twenty Four Parganas | Jun 6, 2025
বজ্রঘাতে মৃত্যু হল ৩০ বছর বয়সী এক যুবকের ওই যুবকের নাম অর্জুন গায়েন ঘটনাটি ঘটে মথুরাপুর দু নম্বর ব্লকের দু'নম্বর চৌদ্দরশী এলাকায় ।স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকালে মাঠে ধান ফেলার জন্য মাঠে কাজ করছিল হঠাৎই শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত সেই বজ্রপাতের ফলে ওই যুবকের মৃত্যু হয় বলে জানা যায়। আর এ বিষয়ে আজ অর্থাৎ শুক্রবার সকাল ৯ টা নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন ওই যুবকের এক দাদা।