প্রবাসী বাঙালি সম্পর্ক অভিযান এই কর্মসূচীর অন্তর্গত আজ উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর মণ্ডলের সকল স্তরের নেতৃত্ববৃন্দ, পূজো কমিটির পদাধিকারী, ক্লাব নেতৃত্ববৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন যুবরাজনগর মণ্ডল সভাপতি শ্রীযুত কিরণশঙ্কর দেবনাথ মহাশয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী মাননীয়া মলিনা দেবনাথ মহাশয়া, মণ্ডল পদাধিকারী, ব্লক চেয়ারপার্সন।