লোহাপুর হীরা প্রাথমিক বিদ্যালয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির লোকাল কমিটির তৃতীয় সম্মেলন।পতাকা উত্তোলনের মাধ্যমে ও মৃত কমরেডদের শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু হয় এই সম্মেলন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির সম্পাদিকা কমরেড কেনীজ রবিউল ফাতেমা, সম্পাদকীয় খসড়া প্রতিবেদন পেশ করেন লোকাল কমিটির সম্পাদিকা কমরেড মঞ্জু মন্ডল কর্মকার।