হারানো আধার কার্ড এক যুবকের সহযোগিতায় ফিরে পেলেন মেডিকেলে চিকিৎসা করাতে আসা এক যুবক, জানা গিয়েছে আতিকুর রহমান নামে ওই যুবকের স্ত্রী আশিয়া খাতুনMMC&H-এ চিকিৎসাধীন রয়েছে, তার আধার কার্ড কোনক্রমে হারিয়ে যাই, সেই আধার কার্ড হাসপাতালে চিকিৎসা করাতে আসা যুবক আধার কার্ডের গুরুত্ব বুঝে সেই কারে দেওয়া নাম্বারে ফোন করে সঠিক ব্যক্তির হাতে তুলে দেন আরিফ হোসেন