গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে তীরন্দাজ খুঁজে ক্রীড়াজগতে সাফল্য আনতে বিশেষ উদ্যোগ গ্রহন করল রায়গঞ্জ পুলিশ জেলা। বৃহস্পতিবার রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে থেকে হেমতাবাদ থানার মাঠে আয়োজন করা হলো তীরন্দাজী প্রতিযোগিতা। জেলার প্রত্যন্ত গ্রামগুলি থেকে তীরন্দাজ ক্রীড়াবিদ তুলে আনার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন। হেমতাবাদ থানার আই সি সুজিত লামা সহ অন্যান্য পুলিস আধিকারিক রা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে।