নিয়ন্ত্রণ হারিয়ে আউশগ্রামের ভেদিয়া এলাকায় রাস্তার উপরে উল্টে গেল একটি ধান বোঝাই ট্রাক্টর। ভাগ্যের জোরে রক্ষা পান ট্রাক্টরের চালক। এই ঘটনায় বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টা নাগাদ উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে ওই ধান বোঝাই ট্রাক্টরটি যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অত্যধিক ধান বোঝাই করে নিয়ে যাওয়ার ফলেই এমন বিপত্তি ঘটে বলে ধারণা স্থানীয়দের।