ভাতা বৃদ্ধি, বকেয়া ইনসেন্টিভের দাবিতে কালীঘাট অভিযানে আশা কর্মীরা। শুধু কলকাতা নয়, রাজ্যের নানা জেলা থেকে এই অভিযানে ভিড় জমান আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়নের যৌথ উদ্যোগে পশ্চিমবাংলার সমস্ত ব্লক এবং পৌরসভা থেকে হাজার হাজার আশা কর্মী এই অভিযানে সমবেত হন। দাবী পূরণ না হলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দেন তারা।।