রবিবার সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ পুরাতন মালদার পুরসভা সংলগ্ন এলাকা থেকে রাধা অষ্টমী উপলক্ষে "নৌকা বিহার" উৎসবের বেরোলো একটি শোভাযাত্রা। এদিন রাধা কৃষ্ণের ভক্তরা এই উৎসবে অংশ নেন। সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে পরিক্রমা করে গোটা এলাকা। এদিন রাধা কৃষ্ণের ঠাকুরের বিভিন্ন সাজ,নৌকা বিহার উৎসব তুলে ধরা হয়। এদিন এই শোভাযাত্রায় পা মেলান মালদা বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার,বিভিন্ন কৃষ্ণ ভক্তরা।এক কৃষ্ণ ভক্ত জানান এই উৎসবের মূল উদ্যোক্তা হলেন বিশিষ্ট গম্