হাতে আর মাত্র কটাদিন। তার পরেই বাঙালিদের শ্রেষ্ঠ মহাউৎসব দুর্গা পুজো। বলা যেতে পারে যে, বিগত কয়েকদিন ধরেই আকাশ বেশ কিছুটা ঝলমলে হয়ে উঠেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রোদের দেখা মিলবে। একটানা বৃষ্টি থেকে আপাতত মুক্তি। রোদ উঠতেই পুজোর কেনাকাটাকে ঘিরে ভিড় শুরু হয়েছে ধর্মতলা সহ কলকাতার বিভিন্ন বাজার গুলিতে। উল্লেখ্য প্রতিবছরই শহর কলকাতায় পূজোর আগের চেনা ভিড় ফিরে আসে। শনিবার নিউ মার্কেট চত্বরে মানুষের ঢল নেমেছে।