পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ শ্রীরামপুর নিউ ইস্টবেঙ্গল সোশ্যাল ক্লাবের দুর্গোৎসব এবছর পা দিল রজত জয়ন্তীতে। ২৫ বছরে পদার্পণের এই বিশেষ মুহূর্তে আয়োজকদের পক্ষ থেকে দর্শনার্থীদের উপহার দেওয়া হচ্ছে এক অনন্য থিম। এ বছরের থিম “রাজমহলে রানিমা”।প্রস্তুতি ইতিমধ্যেই জোড়কদমে চলছে। রাজকীয় আবহ, মহলের শৈল্পিক সৌন্দর্য আর ঐতিহ্যের ছোঁয়ায় সাজানো হবে মণ্ডপ। পুজো কমিটির দাবি, দর্শনার্থীরা এখানে এসে পাবেন এক রাজকীয় ভ্রমণের স্বাদ।